ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিদেশিদের ত্রাণ গ্রহণ-পরিবহন করবে সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
বিদেশিদের ত্রাণ গ্রহণ-পরিবহন করবে সেনাবাহিনী বিদেশিদের ত্রাণ গ্রহণ-পরিবহন করবে সেনাবাহিনী

ঢাকা: বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য বিদেশি বিভিন্ন সংস্থা ও দেশের পাঠানো ত্রাণের দেখভাল করবে সেনাবাহিনী। 

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপআর) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে।  

আইএসপিআর-এর সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী জানান, বিদেশ থেকে আসা বিভিন্ন ত্রাণ গ্রহণ করে কক্সবাজার পর্যন্ত পৌঁছে দেবে সেনাবাহিনী।

এরই মধ্যে এ সংক্রান্ত কাজ শুরু করেছেন সেনা সদস্যরা।  

এরই মধ্যে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের পাঠানো দ্বিতীয় পর্যায়ের ত্রাণ পৌঁছেছে। এর আগে বৃহস্পতিবার রোহিঙ্গাদের জন্য ৫৩ টন ত্রাণ পাঠায় ভারত। ইন্দোনেশিয়ার পাঠানো ত্রাণও পৌঁছেছে।  

গত ২৫ আগস্ট রাখাইনে পুলিশ ফাঁড়ি ও তল্লাশি চৌকিতে সন্ত্রাসী হামলার ঘটনার জেরে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দমন-পীড়ন চালাচ্ছে মিয়ানমার বাহিনী। জ্বালিয়ে দেওয়া হয়েছে ঘর-বাড়িও।

এরপর থেকে প্রাণ ভয়ে সহায়-সম্বল হারিয়ে বাংলাদেশে পালিয়ে আসছেন প্রায় চার লাখ রোহিঙ্গা। রোহিঙ্গাদের আসার স্রোত অব্যাহত রয়েছে এখনও।    

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।