ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিবচরে নদী ভাঙন কবলিতদের মধ্যে আর্থিক সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
শিবচরে নদী ভাঙন কবলিতদের মধ্যে আর্থিক সহায়তা

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে পদ্মা নদীর ভাঙনের শিকার দরিদ্র পরিবারের মধ্যে আর্থিক সহায়তা করেছে ‘আশ্রয়’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরজানাজাত ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের প্রায় শতাধিক পরিবারের মধ্যে এই সহায়তা দেওয়া হয়।

এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য এনামুল হক বাংলানিউজকে বলেন, কয়েকজন তরুণ মিলে আমরা বিভিন্ন শ্রেণি-পেশার সদস্যরা চাঁদা দিয়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।

গত রোজায় সুবিধাবঞ্চিতদের ঘরে ঘরে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছানোর মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়।

‘আশ্রয়’ সংগঠনের পক্ষ থেকে নদী ভাঙন কবলিত শতাধিক দরিদ্র পরিবারকে ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ