ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা হত্যা-নির্যাতনের প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
রোহিঙ্গা হত্যা-নির্যাতনের প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: মিয়ানমারে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা ও নির্যাতনের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন, বিক্ষোভ ও অং সান সুচি র কুশ পুত্তলিকা দাহ করা হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে সৈয়দপুর রাবেয়া মিল এলাকার পাঁচটি জামে মসজিদের মুসল্লি ও সাধারণ মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়।

পরে সৈয়দপুর রাবেয়া মিল যুব আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ শেষে অং সান সুচি র কুশ পুত্তলিকা দাহ করা হয়।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭

টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।