ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শতবর্ষী কসম আলীর দায়িত্ব নিলেন ওসি কামরুল 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
শতবর্ষী কসম আলীর দায়িত্ব নিলেন ওসি কামরুল  বৃদ্ধ কসম আলীর সঙ্গে ওসি কামরুল

ময়মনসিংহ: পরিবারে সবাই থাকলেও ভরণ-পোষণে এগিয়ে আসেনি কেউ। ছেলে-নাতিরাও তাকে নিজ বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। জীবনের গোধূলী লগ্নে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে দিন কাটতো শতবর্ষী কসম আলীর। 

হঠাৎ করেই বিষয়টি নজরে আসে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলামের। অসহায় এ মানুষটির সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন ওসি।

 

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বাংলানিউজকে এমন তথ্য জানান ওসি কামরুল ইসলাম।  
তিনি বলেন, পরিবারের মায়া-মমতা বঞ্চিত শত বছর বয়সী একজন বৃদ্ধের দায়িত্ব নিতে পেরে আমি খুশি। তাকে আর রাস্তায় রাস্তায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতে হবে না। মানবেতর জীবন যাপনও করতে হবে না। আপাতত তাকে আমার বাসাতেই রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭ 
এমএএএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।