ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হালতিবিলে লাখ টাকার বাদাই জাল জব্দ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
হালতিবিলে লাখ টাকার বাদাই জাল জব্দ

নাটোর: নাটোরের হালতিবিলের রায়সিংহপুর এলাকা থেকে প্রায় এক লাখ টাকা মূল্যের নিষিদ্ধ বাদাই জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. রেজা হাসানের নেতৃত্বে হালতিবিলের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
 
এসময় রায়সিংহপুর এলাকা থেকে এসব বাদাই জাল জব্দ করেন তারা।

তবে এসময় জালের কোনো মালিককে পাওয়া যায়নি। পরে বিকেল ৪টার দিকে স্থানীয় মহিষমারী ব্রিজ এলাকায় সবার উপস্থিতিতে জব্দকৃত বাদাই জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
 
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য অফিসার ইব্রাহিম হামিদ শাহিন, নলডাঙ্গা থানার উপ পরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।