ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা নির্যাতন-হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
রোহিঙ্গা নির্যাতন-হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন রোহিঙ্গা নির্যাতন-হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

ঝালকাঠি: মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, গণহত্যা ও দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির পালন করা হয়।

আল-ইসলামী বহুমুখী সমবায় সমিতি, মানবসেবা সংগঠন ও মাইক্রোবাস রেন্টেকার শ্রমিক সংগঠনের মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- আল-ইসলামি বহুমুখী সমবায় সমিতির চেয়ারম্যান আমিনুল ইসলাম তালুকদার, মানবসেবা সংগঠনের সভাপতি মেহেদী হাসান, কাজী ইরান ও কাওছার হোসেন, মিজান ফরাজী, রুম্মান খান প্রমুখ।

বক্তারা মিয়ানমারের বর্তমান পরিস্থিতিকে মানবতার চরম বিপর্যয় উল্লেখ করে গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি রোহিঙ্গাদের দেশত্যাগে বাধ্য না করে শান্তিপূর্ণভাবে সহঅবস্থান নিশ্চিত করার দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ