ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিংগাইরে ২০ রোহিঙ্গা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
সিংগাইরে ২০ রোহিঙ্গা আটক মানিকগঞ্জ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পৃথক দু’টি এলাকায় অভিযান চালিয়ে ২০ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

আটক রোহিঙ্গাদের সিংগাইর উপেজলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হেফাজতে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. যুবায়ের বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বুধবার রাতে উপজেলার দু‘টি এলাকায় অভিযান চালিয়ে তিন রোহিঙ্গা পরিবারের ২০ জন সদস্যকে আটক করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গাদের সকলেই সুস্থ আছেন এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে তাদের দেখভাল করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. যুবায়ের।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে রোহিঙ্গাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানোনো যাবে বলেও মন্তব্য করেন তিনি। আটকদের মধ্যে ১১ জন শিশু, ছয়জন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন।

তবে রোহিঙ্গাদের আটকের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad