[x]
[x]
ঢাকা, রবিবার, ৬ জ্যৈষ্ঠ ১৪২৫, ২০ মে ২০১৮

bangla news

রাজধানীতে স্কুলছাত্রের আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৯-১৪ ১২:১৮:৪৩ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানী বনানীর কড়াইল এলাকার একটি বাসা থেকে বিজয় কৃষ্ণ মুন্না (১৩) নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে বনানী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে  দিকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠায়।

মৃত বিজয় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার চৌদ্দ বুড়িয়া গ্রামের ক্ষিতিশ চন্দ্র শীলের ছেলে।

মৃত বিজয়ের বড় ভাই স্বপন চন্দ্র জানান, তারা বর্তমানে বনানী কড়াইল কুমিল্লা পট্টির একটি বাসায় ভাড়া থাকেন। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট। বিজয় মহাখালী মডেল স্কুলে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত।


তিনি আরও বলেন, আমরা দুই ভাই একই রুমে ঘুমাই। গত রাত ১১টার দিকে খাওয়া দওয়া করে ঘুমিয়ে পরে বিজয়। 

রাতে কাজ শেষ করে বাসায় এসে অনেক্ষণ ডাকার পর কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখি ঘরের আড়ার সঙ্গে গলায় বিছানার চাদর দিয়ে ঝুলছে বিজয়। বেঁচে আছে ভেবে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে আনি। কি কারনে বিজয় গলায় ফাঁস দিয়েছে আমরা তা জানি না।

বনানী থানার উপ পরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, খবর পেয়ে ভোরে  বিজয়ের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যা কারন জানার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
এজেডএস/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa