[x]
[x]
ঢাকা, রবিবার, ১০ আষাঢ় ১৪২৫, ২৪ জুন ২০১৮

bangla news

বেনাপোলে মাকে পিটিয়ে হত্যা, ছেলে আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৯-১৪ ১২:১০:৫৭ পিএম
ছবি-প্রতীকী

ছবি-প্রতীকী

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তের পুটখালী উত্তরপাড়া গ্রামে সম্পত্তি বিক্রির টাকা সংক্রান্ত বিষয় নিয়ে মাকে তার ছেলে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার অভিযোগে ছেলে বাপ্পিকে (২৪) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টোম্বর) সকাল ১০টায় স্থানীয়রা ওই ছেলেকে ধরে পুলিশে সোপর্দ করে।

আটক বাপ্পি পুটখালী উত্তরপাড়া গ্রামের মৃত মাসুদ মাস্টারের ছেলে। তিনি পিরোজপুর জেলার মটবাড়িয়া থানার টিয়ারখালি গ্রামের বাসিন্দা।

নিহতের মেয়ে ইতি বাংলানিউজকে জানান, তার ছোট ভাই বাপ্পি এক বছর আগে তার মার কাছ থেকে ব্যবসার জন্য জমি বিক্রিয়ের পাঁচ লাখ টাকা নেয়।আটক বাপ্পি, ছবি: বাংলানিউজ

পরে তিনি এ টাকা দিয়ে ব্যবসা না করে টাকা নষ্ট করে। বৃহস্পতিবার সকালে মা টাকার হিসাব চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে তার মাকে দা দিয়ে মাথায় ও শরীরে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বেনাপোল পোর্টথানা পুলিশের (এসআই) হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে।

এ ঘটনায় মামলা ও মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে বলে ও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, সেপ্টোম্বর ১৪, ২০১৭
এজেডএইচ/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa