ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মধুপুরে পুলিশ সেজে পানীয় খাইয়ে অটোরিকশা ছিনতাই

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
মধুপুরে পুলিশ সেজে পানীয় খাইয়ে অটোরিকশা ছিনতাই

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে পুলিশ সেজে নেশা পান করিয়ে চালকের হাত-পা বেঁধে ফেলে রেখে সিএনজিচালিত অটোরিকশা ছিনিয়ে নিয়েছে চার দুর্বৃত্ত।

বুধবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বনাঞ্চলের মধুপুর -দোখলা সড়কের আমলীতলা এলাকায়  এ ঘটনা ঘটে।

অটোরিকশা চালকের নাম সাজু (২৮)।

তিনি মধুপুরের অরণখোলা ইউনিয়নের ঘটনাস্থল আমলীতলার বাসিন্দা বলে জানান গেছে। বর্তমানে তিনি হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন।

উদ্ধারকারী হীরেন বর্মণ সাজুর উদ্বৃতি দিয়ে জানান, রাত প্রায় ১০টার দিকে পুলিশের পোশাকধারী জনৈক ব্যক্তি অপর দুই পুলিশের হাতে আটক হওয়া আসামিকে নিয়ে আসার কথা বলে মধুপুর বাসস্ট্যান্ড থেকে সাজুর অটোরিকশা ভাড়া করে মধুপুর থেকে জলছত্র হয়ে দোখলার দিকে নিয়ে যায়। পথে ঘুঘুর বাজারে গিয়ে দুই বোতল জুস কিনে ওই ছদ্মবেশী পুলিশ এক বোতল সাজুকে পান করতে দেয়।

পুলিশ আসামি নিয়ে অপেক্ষা করছেন বলে আমলীতলা খেলার মাঠ এলাকা পর্যন্ত যাওয়ার পর দুই ছদ্মবেশী পুলিশ এক কথিত ধৃত আসামিকে নিয়ে রাস্তায় বের হয়ে এসে হঠাৎই সবাই মিলে সাজুর মুখ চেপে স্কচট্যাপ লাগিয়ে, হাত পা বেঁধে রাস্তার ধারে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে চম্পট দেয়।

পরে এলাকার হীরেন বর্মণ ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে সাজুর গোঙানি শুনে ডাকাডাকি করে লোক জমিয়ে সাজুকে উদ্ধার করে বাড়িতে খবর দেয়। জ্ঞান থাকা অবস্থায় ঘটনা শুনে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় সাজু জ্ঞান হারিয়েছেন। কর্তব্যরত চিকিৎসক অবস্থা খারাপ দেখে তাকে (সাজু) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৬৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।