ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নাওডুবি গ্রামে স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় আব্দুর রশিদ সরদার (৪৭) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৩ সেপ্টেম্বর) জেলা ও দায়রা জজ মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্ত আব্দুর রশিদ রাজবাড়ী জেলা সদরের পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া গ্রামের মৃত গফুর সরদারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৩০ নভেম্বর গভীর রাতে আজম নামের এক ব্যক্তির সঙ্গে পরকীয়ার সন্দেহে স্ত্রী শাহানারা বেগম ওরফে দুলিকে (৩৮) গলাকেটে হত্যা করেন স্বামী আব্দুর রশিদ। হত্যাকাণ্ডের একদিন পর দুলির ভাই তারা মিয়া বাদী হয়ে আব্দুর রশিদসহ অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে রাজবাড়ী থানায় (দ.বি. ৩০২/৩৪ ধারায়) মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে ওইদিনই আব্দুর রশিদকে গ্রেফতার করে পুলিশ।  

আব্দুর রশিদের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ পাঁচ বছর  পর আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।