ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যমুনার চরাঞ্চল থেকে ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
যমুনার চরাঞ্চল থেকে ইয়াবাসহ তিন মাদক বিক্রেতা আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীর দুর্গম চরাঞ্চল থেকে ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার নাটুয়াপাড়া চর থেকে তাদের আটক করা হয়।  

আটককৃতরা হলেন- সদর উপজেলার মেছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদের ভাতিজা ও রুপসা গ্রামের সরোয়ার্দ্দী মেম্বারের ছেলে কালু শেখ (৩২) ওরফে ইয়াবা কালু, একই গ্রামের শমসের আলীর ছেলে মোস্তাক আহম্মেদ (৩০) ও আব্দুস সামাদের ছেলে রুবেল শেখ (২৮)।

নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বিমল কুমার চাকী রাতে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে চরাঞ্চলে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যার আগে নাটুয়ারপাড়া চরে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। পরে রাতে কাজিপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার কুন্ডণ্ড জানান, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।