ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মান্দায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
মান্দায় গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

নওগাঁ: নওগাঁর মান্দায় ফারজানা আকতার বৃষ্টি (১৭) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মান্দা সদর ইউপি’র কয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ফারজানা উপজেলার কয়াপাড়া গ্রামের ফজলুর রহমান প্রামানিকের মেয়ে।

সে মান্দা থানা আর্দশ বালিকা বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্রী।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, বৃষ্টির সঙ্গে নুরুল্যাবাদ ইউপি’র জোতবাজার গ্রামের মৃত ফয়েজ উদ্দিন মণ্ডলের ছেলে আবদুর রাজ্জাক মণ্ডলের প্রেমের সম্পর্ক ছিলো। এর সূত্র তাদের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন হয়।

সেই সম্পর্কে কারণে বৃষ্টি তিন মাসের গর্ভবর্তী হয়ে পড়ে। এরপর থেকে বৃষ্টি রাজ্জাককে বিয়ের চাপ দিচ্ছিলো। এ বিষয়ে বিকেলে তাদের মধ্যে কথাকাটাকাটি হলে বৃষ্টি  গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।


এ ঘটনায় বৃষ্টির বড় ভাই ফিরোজ আহমেদ বাদি হয়ে একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন। বৃষ্টির মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।