ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কু‌ড়িগ্রামে দু'দিনব্যাপী তথ্য‌মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
কু‌ড়িগ্রামে দু'দিনব্যাপী তথ্য‌মেলা শুরু কু‌ড়িগ্রামে দু'দিনব্যাপী তথ্য‌মেলা শুরু। ছবি: বাংলানিউজ

কু‌ড়িগ্রাম: ‘তথ্যই শক্তি: জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই প্রতিপাদ্যে নিয়ে  ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগ‌রিক ক‌মি‌টির (সনা‌ক) আয়োজনে কুড়িগ্রামে দু’দিন ব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে কু‌ড়িগ্রাম শহরের শিশু নিকেতন স্কুল চত্বরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে এ তথ্য মেলার উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ।

সনাক সভাপতি অ্যাড. এনামুল হক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনকালে বক্তব্য রাখেন কু‌ড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, সিভিল সার্জন ডা. এস.এম আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, মেলা উদযাপন কমিটির আহবায়ক সামিউল হক নান্টু, সনাক সহ-সভাপতি অ্যাড. আহসান হাবীব নীলু ও লাইলী বেগম প্রমুখ।

মেলায় জনসাধারণের কাছে তথ্য তুলে ধরতে সরকারি-বেসরকারি বি‌ভিন্ন প্র‌তিষ্ঠানের ২৬টি স্টল স্থান পেয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
এফইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad