ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ষোড়শ সংশোধনী বাতিলের রায় রিভিউয়ের আহ্বান

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
ষোড়শ সংশোধনী বাতিলের রায় রিভিউয়ের আহ্বান

সংসদ ভবন থেকে: সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া রায় রিভিউয়ের আবেদন করার আহ্বান জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী। সেই সঙ্গে তিনি প্রধান বিচারপতিকে রায়ের পর্যবেক্ষণ প্রত্যাহারের অনুরোধ করেন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ১৪৭ (১) বিধিতে এ সংক্রান্ত একটি প্রস্তাব সাধারণের নোটিশ উত্থাপন করেন জাসদ (একাংশ) দলীয় সংসদ সদস্য মইনউদ্দিন খান বাদল।

ফরাজী বলেন, রাজনীতিতে একটি নতুন অশনিসংকেত আনার জন্য পর্যবেক্ষণে এসব কথা বলা হয়েছে।

দেশের সকল কার্যক্রম বাংলায় হচ্ছে, কিন্তু রায় ইংরেজিতে দিয়েছেন এখানেও তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। রায়ের পর্যবেক্ষণে সংসদ এবং সদস্যদের সম্পর্কে যেসব কথা বলা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ওই সব পর্যবেক্ষণ প্রত্যাহারের অনুরোধ করছি। রায়ের রিভিউ আবেদন করতে আইনমন্ত্রীকে অনুরোধ করব।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
এসএম/এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।