ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঢাকায় ফিরেছেন ৪০ দেশের প্রতিনিধি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
ঢাকায় ফিরেছেন ৪০ দেশের প্রতিনিধি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা অভিযানে নির্যাতিত হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখে কক্সবাজার থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ অবস্থানরত ৪০ দেশের প্রতিনিধিরা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৬টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।  

এর আগে সকালে বিমানবন্দরে পৌঁছার পর তাদের স্বাগত জানান কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল।

পরে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।  

একই সঙ্গে তাদের কাছ থেকে রাখাইন রাজ্যে সামরিক বাহিনী ও স্থানীয় লোকজনের নির্যাতনের বর্ণনা শোনেন প্রতিনিধি দলের সদস্যরা।  

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রতিনিধি দলকে নিয়ে কক্সবাজার যান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন।  

গত ২৫ আগস্ট রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ ফাঁড়ি ও তল্লাশিচৌকিতে সন্ত্রাসী হামলা হয়। এর জের ধরে সেখানে নতুন করে সহিংস সেনা অভিযান শুরু হয়।  

যা এখনও অব্যাহত রয়েছে। নির্মম নির্যাতনের পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হয়েছে রোহিঙ্গাদের ঘরবাড়িও। এরপরই সেখান থেকে নির্যাতনে পালিয়ে বাংলাদেশে এসেছেন প্রায় ৪ লাখ রোহিঙ্গা।  

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
কেজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।