ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভারতে পাচার ২১ নারী-শিশুকে বেনাপোলে হস্তান্তর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
ভারতে পাচার ২১ নারী-শিশুকে বেনাপোলে হস্তান্তর  ভারতে পাচার ২১ নারী-শিশুছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া ২১ বাংলাদেশি নারী-শিশুকে আটকের তিনবছর পর বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ট্রাভেল পারমিটে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।

পুলিশের কাছ থেকে ঢাকা আহছানিয়া মিশন ১৮ নারীকে ও রাইটস যশোর নামে দুটি এনজিও চারজনকে গ্রহণ করেছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

ফেরতরা হলেন- নারানগঞ্জের কমলা বেগম (২২), যশোরের  জাবেদা (২৩), মিম শেখ (২৫), লিপি (২২), রাজিয়া (১৯), ফাতেমা (২৩), খুলনার রাবিয়া (২৪) ও রাজু মিয়া (১৫), নড়াইলের রিনা শেখ (২৫), রাজশাহীর নূরজাহান (২৬), নাটোরের আছিয়া (২২), রাঙামাটির তাসলিমা (২৭), কুমিল্লার স্বপ্না (২৫), নড়াইলের ফাতেমা শিকদার (২৫), রিমা (২২), শান্তি কুলসুম (২৬), রুকসনা (২০), বাগেরহাটের আসমা শেখ (২৭), ঢাকার নুসরাত জাহান (২৩), ভোলার মুক্তা আকলিমা (২৭), খুলনার শিউলি খাতুন (১৯) ও কুড়ি গ্রামের লাভলী খাতুন (২৩)।

ঢাকা আহছানিয়া মিশনের প্রতিনিধি রাজিব সরকার বাংলানিউজকে জানান, ভালো কাজের কথা বলে দালালরা তাদের সীমান্তপথে ভারতে নিয়ে যায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের মুম্বাই শহর থেকে পুলিশ তাদের আটক করে। সেখান থেকে কলকাতার লিলুয়া শেল্টার হোম তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ  ট্রাভেল পারমিটে তারা ফেরত আসে।  

এসময় তিনি আরও জানান, আগামী এক সপ্তাহের মধ্যে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।  

এসময় তাদের পরিবার যদি পাচারকারীদের শনাক্ত করে মামলা করতে চায় আইনী সহায়তা করা হবে বলেও জানান তিনি।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ ২১ নারী-শিশু হস্তান্তরের বিষয়টি বাংলানিউজকে জানান।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, সেপ্টোম্বর ১৩, ২০১৭
এজেডএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।