ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে দুই মাদক বিক্রেতার কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
ফেনীতে দুই মাদক বিক্রেতার কারাদণ্ড  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে মাদকবিরোধী অভিযানে দুই বিক্রেতাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী বিভিন্ন মাদক পয়েন্ট ও বিক্রেতাদের বিরুদ্ধে এ অভিযান চালানো হয়। 

এ সময় শহরের পূর্ব বিজয়সিংহ বড় বাড়ির মো. ইয়াছিনকে ৫০০ গ্রাম গাঁজা বহন ও বিক্রির দায়ে ৬ মাসের কারাদণ্ড ও একই স্থানে মো. নুরুল হুদাকে ১০ পিচ ইয়াবা বহনের দায়ে ছয় মাসের দণ্ড দেওয়া হয়।  

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা বাংলানিউজকে জানান, শহরতলীর ধর্মপুরে মাদক বিক্রেতা জাহাংগীর ও রউফ, কাজীরবাগের গিল্লাবাড়ির কালু মেম্বার, বিরিঞ্চির বাবলু, মহিপালের গোল্ডেন পার্ক সংলগ্ন চায়না বিল্ডিংয়ে জাহাংগীরের মেসেও অভিযান চালানো হয়।

 

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক  ইকবালুর রহমানও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
এসএইচডি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।