ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

নীলফামারী: নীলফামারীতে গড়ে ওঠা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বিনা অনুমতিতে পরিচালনা করা হচ্ছে তা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী সদর আধুনিক হাসপাতালের সম্মেলন কক্ষে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন সভার সভাপতি সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন।

এসময় আরও বক্তব্য রাখেন- বিএমএ জেলা সভাপতি ডা. মমতাজুল ইসলাম মিন্টু, সহকারী পুলিশ সুপার (হেড কোর্য়াটার) আলতাফ হোসেন প্রমুখ।

সভায় জানানো হয়, নীলফামারী জেলায় বেসরকারি ২১টি ক্লিনিকের মধ্যে ৪টি, ৫০টি ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে ২০টি ও ৪০টি ডেন্টাল চেম্বারের মধ্যে ৩৯টির সরকার কর্তৃক অনুমোদন নেই। যাদের কোনো অনুমতি নেই সেগুলোকে অবৈধ আখ্যা দিয়ে বন্ধের জন্য বলা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।