ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্যামনগরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
শ্যামনগরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে নিম্নমানের খাদ্য উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংর‌ক্ষণের দায়ে তিন‌টি হোটেল ও এক‌টি মু‌দি দোকানের মা‌লিককে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান এ জরিমানা করেন।

ইউএনও মো. কামরুজ্জামান বাংলা‌নিউজকে বলেন, দুপুরে উপজেলার আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী বাজারে অভিযান চালানো হয়।

এসময় নিম্নমানের মিষ্টান্ন উৎপাদনের দায়ে হোটেল মালিক আলমগীর হোসেনকে পাঁচ হাজার টাকা, মু‌জিবর রহমানকে এক হাজার ও নিরঞ্জন বিশ্বাসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়ে মু‌দি ব্যবসায়ী আব্দুর রহমানকে ৫০০ টাকা জ‌রিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ