ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেহেন্দিগঞ্জে ডাকাত ধরতে পুলিশের ব্যাপক অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
মেহেন্দিগঞ্জে ডাকাত ধরতে পুলিশের ব্যাপক অভিযান

বরিশাল:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ডাকাতদলের সদস্যদের ধরতে ব্যাপক অভিযান শুরু করেছে পুলিশ।

এর আগে মঙ্গলবার (সেপ্টেম্বর ১২) দিবাগত রাতে একই ডাকাত দলের সাথে পুলিশের পৃথক দুইটি দলের  মধ্যে দুই দফায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

উপজেলার লতা ও আন্ধারমানিক ইউনিয়নে সংঘটিত ওই ঘটনায় কোন পক্ষে হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে ডাকাতদের ধরতে বুধবার দিনব্যাপী মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানা এলাকায় অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম তালুকদার জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে লতা ইউনিয়নের আশুলী সন্তোষপুর এলাকায় এএসআই শামীমের নেতৃত্বে একটি টহল টিম ওই এলাকার খালেক ভুইয়ার বাড়ির সামনে ১০/১২ জনের সশস্ত্র ডাকাত দলের মুখোমুখি হয়।

পুলিশ চ্যালেঞ্জের মুখে ডাকাতরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে পুলিশ। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে মসজিদের মাইকে প্রচার শুরু করলে ডাকাত দল পালিয়ে যায়।

এদিকে খবর পেয়ে এসআই তারেকের নেতৃত্বে অপর একটি দল এএসআই শামীমের টহল দলকে সহায়তার উদ্দেশে ঘটনাস্থলের দিকে রওনা হয়। পথিমধ্যে আন্ধারমানিক ইউনিয়নের শাহেদ মাস্টারের ঘরের সামনে ডাকাত দলটির মুখোমুখি হয় এসআই তারেকের নেতৃত্বে থাকা টহল দলটি।

এ সময় ডাকাত দল তাদের লক্ষ্য করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।   পুলিশের গুলির মুখে ডাকাতরা পালিয়ে যায়।

উভয় ঘটনায় পুলিশ ১০ রাউন্ড গুলি ছুড়েছে। তবে গোলাগুলিতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এ ঘটনায় অভিযানের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময় : ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
এমএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।