ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঐতিহ্যবাহী গুড়পুকু‌রের মেলা শুরু ১৭ সে‌প্টেম্বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
ঐতিহ্যবাহী গুড়পুকু‌রের মেলা শুরু ১৭ সে‌প্টেম্বর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় ১৭ সে‌প্টেম্বর থে‌কে শুরু হ‌চ্ছে তিনশ’ বছ‌রের ঐতিহ্যবাহী গুড়পুকু‌রের মেলা।

বুধবার (১৩ সে‌প্টেম্বর) দুপু‌রে জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে এ উপলক্ষে প্রস্তুতি সভা অনু‌ষ্ঠিত হ‌য়।
 
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল লতিফ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল হান্নান, অ‌তি‌রিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেরিনা আক্তার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর হোসেন সজল, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুষমা সুলতানা, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের জেলা সভাপতি মনোরঞ্জন মুখার্জি, অ্যাডভোকেট অনিত মুখার্জি, বিশ্বজিৎ সাধু, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন, পৌর কাউন্সিলর কাজী ফিরোজ হাসান, শফিকুল আলম বাবু, শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শাহিনুর রহমান শাহিন, শেখ আব্দুস সেলিম, গুড়পুকুর মেলা কমিটির চেয়ারম্যান মানিক শিকদার প্রমুখ।

সভায় ১৭ সেপ্টেম্বর থে‌কে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে অনু‌ষ্ঠেয় সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা ২০১৭ উদ্বোধন ও মেলা চলাকা‌লে প্র‌য়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয়া হয়।

এ বছর প্রাথ‌মিকভা‌বে ১৫ দি‌নের জন্য গুড়পুকু‌রের মেলার অনু‌মোদন দেয়া হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।