[x]
[x]
ঢাকা, শনিবার, ১০ আষাঢ় ১৪২৫, ২৩ জুন ২০১৮

bangla news

গুরুদাসপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৯-১৩ ৬:৫২:৫২ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

নাটোর: নাটোরের গুরুদাসপুর উপজেলার মোল্লাবাজার জোমাইনগর গ্রামে ডোবা থেকে আহম্মদ আলী (০২) নামে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার তিনদিন পর তার মরদেহ পাওয়া গেলো।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। শিশু আহম্মদ আলী ওই গ্রামের মন্তাজ আলীর ছেলে।
 
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বাংলানিউজকে জানান, সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে শিশুটি বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। এরপর অনেক খুঁজেও তাকে না পেয়ে পরদিন গুরুদাসপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির বাবা।
বুধবার বিকেলে বাড়ির পাশের ডোবায় শিশুটির মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরো বলেন, শিশুটি নিখোঁজ হওয়ার পর বাড়ির আশপাশের পুকুর ও ডোবায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। অথচ তিনদিন পর একই ডোবায় মরদেহ পাওয়া গেছে। তাই বিষয়টি সন্দেহজনক বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের পর আসল ঘটনা জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa