ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুকসুদপুরে সাজার আদেশপ্রাপ্ত ভুয়া পুলিশ গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
মুকসুদপুরে সাজার আদেশপ্রাপ্ত ভুয়া পুলিশ গ্রেফতার

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় চার বছরের সাজার আদেশপ্রাপ্ত আসামি উৎপল মণ্ডল (৩৪) নামে এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বোয়ালমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উৎপল ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দিস্তাইল গ্রামের নিরাপদ মণ্ডলের ছেলে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয়ে বিভিন্ন রকমের প্রতারণা করে আসছিলেন উৎপল। গোপন সংবাদের ভিত্তিতে সকালে বোয়ালমারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, তিনটি প্রতারণা মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উৎপল। এছাড়া তার বিরুদ্ধে বরিশাল জেলার আগৈলঝাড়া, ফরিদপুরের বোয়ালমারী ও গোপালগঞ্জের কাশিয়ানী থানায় ১৩টি প্রতারণা মামলা রয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।