ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে বাস-অটোরিকশা সংঘর্ষে আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
বরিশালে বাস-অটোরিকশা সংঘর্ষে আহত ৬

বরিশাল: বরিশালে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষে চালকসহ ছয় যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বরিশাল নগরের থানা কাউন্সিলের সামনের সিঅ্যান্ডবি রোডে এ দুর্ঘটনা ঘটে।  

আহতরা হলেন- অটোচালক জামাল, যাত্রী সঞ্জয় শীল, রনজিৎ, সজিব, মজিদ ও শাহজাহান।

আহতদের মধ্যে চালক জামালের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. দাস রনবীর।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের রুপাতলী থেকে নতুল্লাবাদগামী এসএ ট্রাভেলস নামের একটি বাসের সঙ্গে থানা কাউন্সিলের সামনের সিঅ্যান্ডবি রোডে বিপরীতমুখী একটি যাত্রীবোঝাই ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি ‍দুমড়ে-মুচড়ে এর চালকসহ ছয় যাত্রী গুরুত্বর আহত হয়। তবে এ দুর্ঘটনায় বাসের যাত্রীদের তেমন কোন ক্ষতি হয়নি।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ওই হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। পাশাপাশি বাস ও অটোরিকশাটিকে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।