[x]
[x]
ঢাকা, রবিবার, ১০ আষাঢ় ১৪২৫, ২৪ জুন ২০১৮

bangla news

ত্রিশালে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৯-১৩ ৬:৩৮:২৩ পিএম
ছবি-প্রতীকী

ছবি-প্রতীকী

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সেলিম শেখ (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান বাংলানিউজকে জানান, ময়মনসিংহের হালুয়াঘাটগামী ঈমাম পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রোঃব-১১-৬২৮৭) মহাসড়কের সাইনবোর্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও আহত হন আরো চারজন।

আহতরা হলেন- শেরপুরের নকলার রেজাউলের ছেলে তৌহিদ (৩০), গাজীপুরের শ্রীপুরের স্বপন রায়ের স্ত্রী শিখা রানী (৪০) ও ময়মনসিংহের ত্রিশালের মোক্ষপুরের সাজু মিয়ার স্ত্রী রোখসানা (২৫) এবং শেরপুরের নালিতাবাড়ির আব্দুল হাইয়ের স্ত্রী অজিরন (৪০)।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
এমএএএম/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa