ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সীগঞ্জে ২ নারী হত্যা: প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
মুন্সীগঞ্জে ২ নারী হত্যা: প্রাথমিক তদন্তে ধর্ষণের আলামত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালির ভিটিশিল মন্দির এলাকার বারেক ল্যাংটার মাজারে দুই নারীকে গলা কেটে হত্যার ঘটনায় প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পেয়েছে পুলিশ। এছাড়া জমি সংক্রান্ত বিরোধও এ হত্যার অন্যতম কারণ বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় তাদের হত্যা করা হয়।   খবর পেয়ে বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ দু’টি উদ্ধার করে পুলিশ।

নিহতদের স্বজনরা বাংলানিউজকে জানান, প্রায় ৩০ বছর আগে আমেনা বেগমের (৬০) স্বামী খালেক মিজী মারা যাওয়ার পর থেকেই তিনি মাজারে থাকতেন। গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া গ্রামে তার বাড়ি। অপরদিকে, তাইজুন বেগমের (৪৮) স্বামী কাশেম বেপারী মারা যাওয়ার পর প্রায়ই মাজারে আসতেন তিনি। সদর উপজেলার বকচর গ্রামে তার বাড়ি। তবে দুই ছেলের সঙ্গে ঢাকার শ্যামপুরে থাকতেন তিনি। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে মাজারে আসেন তিনি।

স্থানীয় লোকজন বাংলানিউজকে জানান, মাজারে প্রতি বৃহস্পতিবার গান-বাজনা হতো। এছাড়া মাজারকে কেন্দ্র করে মাদক সেবীদের আনাগোনাও ছিল। মাজারের জায়গা নিয়েও বিরোধ ছিল।

তাইজুনের ভাই কফিল উদ্দিন বাংলানিউজকে বলেন, সুনির্দিষ্টভাবে হত্যার কারণ আমি বলতে পারছি না। তবে মাজারের জায়গা নিয়ে ঝামেলা ছিল।  

মাজারের খাদেম মো. মাসুদ খান বাংলানিউজকে জানান, রাতে খাদেম আমেনা বেগম এবং ভক্ত তাইজুন খাতুন মাজারের ভেতর ছিলেন। সকাল এসে তিনি তাদের গলা কাটা মরদেহ দেখতে পান।

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর হত্যা করা হয়।   মাজারের ভেতরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। এই ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।