[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪২৫, ২৪ মে ২০১৮

bangla news

সিলেটে অতর্কিত হামলায় ছাত্রলীগ কর্মী খুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৯-১৩ ৬:০১:০৭ পিএম
ছবি-প্রতীকী

ছবি-প্রতীকী

সিলেট: সিলেটে অতর্কিত হামলায় জাকারিয়া মো. মাসুম মিয়া (২৭) নামে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছেন।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের শিবগঞ্জের লামাপাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মাসুম সিলেটের মাসু দীঘিরপাড়া এলাকায় ভাড়া থাকতেন এবং সুনামগঞ্জের জগৎনাথপুর উপজেলার সৈয়দপুর ইউনিয়নের গোদারায় গ্রামের মাস‍ুক মিয়ার ছেলে।

মাসুম যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান গ্রুপের ছাত্রলীগ কর্মী বলে বাংলানিউজকে জানিয়েছেন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ।

হত্যাকাণ্ডের খবরটি বাংলানিউজকে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ-মিডিয়া) জেদান আল মুছা।

তিনি জানান, বিকেলে মাসুম সিলেটের শিবগঞ্জের লামাপাড়ায় কাজের জন্য যান। এসময় কয়েকজন যুবক মাসুমের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭/ আপডেট: ১৮২৮ ঘণ্টা
এনইউ/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa