[x]
[x]
ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪২৫, ২০ মে ২০১৮

bangla news

কুতুপালং ক্যাম্প পরিদর্শনে ৪০ দেশের প্রতিনিধি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৯-১৩ ১০:২০:০৮ এএম
বালুখালি ক্যাম্প

বালুখালি ক্যাম্প

ঢাকা: মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কক্সবাজার গেলেন বাংলাদেশে নিযুক্ত সব দূতাবাসের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭ আসনের প্লেনটি ছেড়ে যায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে তাদের সবাইকে ভাড়া করা প্লেনে সেখানে নেওয়া হয়েছে।  
 
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ পরিদর্শনে নেতৃত্ব দিচ্ছেন। সঙ্গে রয়েছেন প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও সচিব শহীদুল হক। আরও থাকছেন বিআইআইএসএস চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমেদ।

প্রতিনিধিরা কক্সবাজারে রোহিঙ্গাদের সমস্যা সরেজমিনে দেখতে উখিয়ার কুতুপালাং ক্যাম্প পরিদর্শন করবেন। সেখানে তারা বিশেষ বড় বাসে করে আশপাশ পরিদর্শন করবেন বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান। পরে বিকেল পৌনে ৫টায় তাদের ওই প্লেনে করেই ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
কেজেড/এসএইচ

ক্লিক করুন, আরো পড়ুন :   রোহিঙ্গা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa