ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মঠবাড়িয়ায় মা হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
মঠবাড়িয়ায় মা হত্যার অভিযোগে ছেলে গ্রেফতার

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভোলমারা গ্রামে সাজেদা বেগম (৫৫) হত্যা মামলার একমাত্র আসামি ছেলে আব্দুর রহিমকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী গ্রামের এক আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এদিকে, মঙ্গলবার দুপুরে নিহত সাজেদা বেগমের স্বামী আব্দুল জব্বার খান বাদী হয়ে ছেলের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সাজেদাকে তার ছেলে আব্দুর রহিম কুপিয়ে হত্যা করে মরদেহ বাড়ির পাশের পুকুরে ফেলে দেন। এরপর আব্দুর রহিম তার বড় বোন আমেনা বেগমকে ফোন করে মাকে হত্যার কথা জানান। পরে পরিবারের লোকজন পুকুর থেকে মরদেহ উদ্ধার করেন। ঘটনার পর আব্দুর রহিম পলাতক ছিলেন।  

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ