ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মৌলভীবাজারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
মৌলভীবাজারে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন  মানববন্ধন-ছবি-বাংলানিউজ

মৌলভীবাজার: রোহিঙ্গা হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার ম্যান ফর হিউমিনিটি, বাংলাদেশের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সাংবাদিক বকশি ইকবাল আহমদ।  

বক্তব্য দেন-ডা. সাদেক আহমদ, সৈয়দ সাহাবুদ্দিন আহমদ, খালেদ চৌধুরী, ইমাদ উদ দীন প্রমুখ।

 

বক্তারা মিয়ানমারে রোহিঙ্গা হত্যা, নির্যাতন, ধর্ষণ, লুন্ঠন ও অগ্নি সংযোগের তীব্র প্রতিবাদ জানান। অবিলম্বে নিরাপদে তাদের ফিরিয়ে নেওয়ার জন্য জাতিসংঘকে উদ্যোগ নিতে আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬৪১, সেপ্টেম্বর ১২, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ