ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

নবাবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
নবাবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নবাবগঞ্জ, ঢাকা: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বজ্রপাতে আব্দুল মান্নান (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘীরপাড় চকে এ দুর্ঘটনা ঘটে। মান্নান ওই ইউনিয়নের দিঘীরপাড় খালপাড় গ্রামের লাল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে আব্দুল মান্নান দিঘীরপাড় চকে গবাদি পশুর জন্য ঘাস কাটার জন্য নৌকা নিয়ে যান। তখন বৃষ্টি ও বেশ কয়েকবার বজ্রপাত হয়। বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন চকে গিয়ে মান্নানকে আহত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. মেসবাহ উদ্দিন বাংলানিউজকে জানান, মান্নানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি বজ্রপাতের আঘাতে মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।