ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় শিশু মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
রাজধানীতে ট্রেনের ধাক্কায় শিশু মৃত্যু

ঢাকা: রাজধানীর মালিবাগ রেলগেটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় আনুমানিক ১০ বছর বয়সী এক ছেলে শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

পথচারী মিজানুর রহমানসহ রমনা থানার পুলিশ আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পথচারী মিজানুর রহমান বাংলানিউজকে জানান, মালিবাগ রেলগেটে রেললাইনের ওপর খেলাকরা সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় শিশুটির দুই পা ও মাথায় আঘাত লাগে। এ সময় তাকে দ্রুত উদ্ধার করে ঢামেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির পরনে জিন্স প্যান্ট ও নীল রঙয়ের গেঞ্জি রয়েছে।

ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিহত শিশুটির পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
এজেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।