ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা নির্যাতন-হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
রোহিঙ্গা নির্যাতন-হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন রোহিঙ্গা নির্যাতন-হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

মানিকগঞ্জ: মিয়ানমারের আরাকানে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মানিকগঞ্জ জেলা শাখার বাংলাদেশ ইসলামী আন্দোলন। 

সোমরার (১১ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে চরমোনাইয়ের পীর সৈয়দ মোহাম্মদের নেতৃত্বে এ কর্মসূচি আয়োজন করা হয়।

এতে ‘বাংলাদেশ ইসলামী আন্দোলন’ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি হযরত মাওলানা নিজাম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ‘বাংলাদেশ ইসলামী আন্দোলন’ মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ মো. শহিদুল্লাহ, সদস্য মওলানা শাজাহান, মুফতি আব্দুর রহমান প্রমুখ।

পরিচালনায় ছিলেন- যুগ্ম সম্পাদক মাওলানা সোলাইমান।

মিয়ানমারের রোহিঙ্গা হত্যা একটি নারকীয় ইতিহাস উল্লেখ করে বক্তারা জানান- ‘বাংলাদেশ ইসলামী আন্দোলন’র পক্ষ থেকে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ এবং বুধবার (১৩ সেপ্টেম্বর) মিয়ানমারের দূতাবাসের কার্যালয় ঘেরাও করা হবে।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।