ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খালি রাস্তায় হঠাৎ উল্টে গিয়েছিল ট্রাকটি!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
খালি রাস্তায় হঠাৎ উল্টে গিয়েছিল ট্রাকটি! দুর্ঘটনায় উল্টে যাওয়া ট্রাক, ছবি : বাংলানিউজ

মৌলভীবাজার: ঢাকা-সিলেট মহাসড়কে টাইলসভর্তি একটি ট্রাক হঠাৎ উল্টে যায়। এর ফলে রাস্তার দু’পাশে শত শত গাড়ি আটকা পড়ে।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনায় প্রায় তিন ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে দুপুরের দিকে যান চলাচল স্বাভাবিক হয়।



শ্রীমঙ্গল থানা সূত্র জানায়, সোমবার সকালে শ্রীমঙ্গলের কাকিয়ারবাজার এলাকায় ঢাকা থেকে আসা মৌলভীবাজার অভিমুখী টাইলসভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এ ঘটনায় ট্রাকচালক ও হেলপার আহত হয়।
 
প্রত্যক্ষদর্শী জানান, খালি রাস্তায়ই হঠাৎ করেই ট্রাকটি উল্টে যায়। ঘটনার কয়েক সেকেন্ড আগে একটি প্রাইভেট গাড়ি ট্রাকটিকে ওভারট্রেক করে সামনে চলে যায়। ট্রাকটি কিছুটা বায়ে নিয়ে আবার ডানে রাস্তায় মধ্যদিকে আসতে গিয়ে উল্টে গিয়েছিল।
 
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম জানান, ট্রাকে মালামাল লোড থাকায় তা অপসারণ করতে সময় লেগেছে। দুপুরের দিকে ট্রাকটিকে একপাশ করার পর যানচলাচল স্বাভাবিক করা হয়।

বাংলাদেশ সময়: ৪:২৫ ঘন্টা; সেপ্টেম্বর ১১, ২০১৭
বিবিবি/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।