[x]
[x]
ঢাকা, শনিবার, ৪ অগ্রহায়ণ ১৪২৪, ১৮ নভেম্বর ২০১৭

bangla news

নোয়াখালীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৯-১১ ৫:০৪:৫০ পিএম
নোয়াখালীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালীতে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী: অবৈধভাবে বালু উত্তোলণের প্রতিবাদ ও বিচার দাবিতে নোয়াখালীর সূবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে জেলা নাগরিক কমিটি। এতে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত দ্বীপ উপজেলা হাতিয়ার শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন-সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা নাগরিক কমিটির সভাপতি ও দৈনিক জাতীয় নূরের সম্পাদক আবুল কালাম ভূঞা।

এসময় বক্তব্য রাখেন-কমিটির সাধারণ সম্পাদক ও ভুলুয়া সম্পাদক কাজী শাহজাহান শাহিন, সহ-সাধারণ সম্পাদক ও সচিত্র সুধারাম সম্পাদক দ্বীপ আজাদ, সাংবাদিক আকাশ মোহাম্মদ জসিম প্রমুখ।

বক্তারা বলেন, চরবাটা ইউপি মোজাম্মেল চেয়ারম্যান অবৈধভাবে বালু উত্তোলণ অব্যাহত রেখেছেন। এতে হাতিয়ার সঙ্গে জেলার একমাত্র সংযোগ ব্রিজটি হুমকির মুখে পড়েছে।

এ বিষয়ে জানতে চেয়ারম্যান মোজাম্মেল হোসেনকে সাংবাদিক পরিচয় দিয়ে কল দিলে তিনি লাইন কেটে দেন। পরে আর ফোন রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

FROM AROUND THE WEB
Loading...
Alexa