ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১২০ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
১২০ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার ছবি: ব‍াংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রায় ১২০ কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছেন ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১০ সেপ্টেম্বর) পুরান ঢাকার ২৭, কোতয়ালী রোড এলাকায় অভিযান চালিয়ে এ সম্পত্তি উদ্ধার করা হয়।

অভিযানে অংশ নেয় ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহীদ এলাহী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও কোতয়ালী থানা পুলিশের ৩০ সদস্যের একটি দল।

বিষয়টি নিশ্চিত করে তৌহিদ এলাহী বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে দুষ্কৃতিকারীরা সরকারের এ মূল্যবান সম্পত্তি বেদখল করে রেখেছিলো। প্রায় ছয়কাঠার এ সম্পত্তিতে একটি বহুতল ভবন অবস্থিত। সম্পত্তিতে সব বেদখলকারীদের অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করে তালাবদ্ধ ও সিলাগালা করে দেয়া হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা ফাতেমা-তুজ-জোহরা, নাছরিন আক্তার, সারমিন ইয়াছমিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাব-ইন্সপেক্টর আবু তালেব আব্দুল হাকিম, আক্তারুজ্জামান, গোপাল চন্দ্র, ফরিদ মিয়া, স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতা, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।