ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশ্রয় দেওয়ায় এক বাক্যে প্রশংসা করেছে বিশ্ব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
আশ্রয় দেওয়ায় এক বাক্যে প্রশংসা করেছে বিশ্ব আশ্রয় দেওয়ায় এক বাক্যে প্রশংসা করেছে বিশ্ব

ঢাকা: মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা।

আনান কমিশন রিপোর্টের বাস্তবায়ন চান কূটনীতিকরা 

বাংলাদেশকে রোহিঙ্গা সমস্যা সমাধানে সবরকম সহায়তা দেওয়ার ঘোষণাও এসেছে কূটনীতিকদের পক্ষ থেকে। এজন্য নিজ নিজ দেশে তারা আলাপ চালিয়ে যাবেন।

এছাড়া রোহিঙ্গা সমস্যা মিয়ানমারকেই সমাধান করে দিতে হবে বলে মত দিয়েছেন তারা।

রোববার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদ সম্মেলনে এই সব তথ্য তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর আগে পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এতে অন্যদের মধ্যে উপস্থিত আছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘ্ণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
কেজেড/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।