[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ১ অগ্রহায়ণ ১৪২৪, ১৬ নভেম্বর ২০১৭

bangla news

বুধবার কক্সবাজার যাচ্ছেন সব দেশের রাষ্ট্রদূত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৯-১০ ১:৩৭:৫৮ পিএম
বুধবার কক্সবাজার যাচ্ছেন সব দেশের রাষ্ট্রদূতরা

বুধবার কক্সবাজার যাচ্ছেন সব দেশের রাষ্ট্রদূতরা

ঢাকা: মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে একদিনের পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন বাংলাদেশে নিয়োজিত সব বিদেশি দূতাবাসের রাষ্ট্রদূত বা প্রতিনিধিরা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে তাদের সবাইকে ভাড়া করা প্লেনে সেখানে নিয়ে যাওয়া হবে।
 
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী এ পরিদর্শনে নেতৃত্ব দেবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

রাষ্ট্রদূতরা কক্সবাজারের রোহিঙ্গাদের সমস্যা সরেজমিনে দেখতে উখিয়ার কুতুপালাং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

গত ২৫ আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনাবাহিনীর দমন-পীড়ন শুরুর পর এখন পর্যন্ত তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

এদিকে রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে জানাতে পররাষ্ট্রমন্ত্রী বিকেলে পশ্চিমা ও আরব দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের ব্রিফিং করবেন।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
কেজেড/এসএইচ

অন্তর্ভুক্ত বিষয়ঃ রোহিঙ্গা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

FROM AROUND THE WEB
Loading...
Alexa