ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা সংকট: বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে ঢাকা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
রোহিঙ্গা সংকট: বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে ঢাকা মানবেতর সময় যাচ্ছে রোহিঙ্গাদের। ছবি: দীপু মালাকার

ঢাকা: রোহিঙ্গা সংকটের বিষয়ে বিকেলে ইউরোপীয় ও আরব দেশগুলোর কূটনীতিকদের ব্রিফ করবে সরকার।

রোববার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই ব্রিফ করা হবে। ব্রিফিংয়ে নেতৃত্বে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর সহিংসতার মুখে গত দুই সপ্তাহে প্রায় ৩ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানাচ্ছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। বিভিন্ন সংস্থার তথ্যমতে, রোহিঙ্গাদের এই ঢলে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।