ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৌদি থেকে আসতে ৬ ঘণ্টা, লাগেজ পেতে ২ ঘণ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
সৌদি থেকে আসতে ৬ ঘণ্টা, লাগেজ পেতে ২ ঘণ্টা সৌদি থেকে আসতে ৬ ঘণ্টা, লাগেজ পেতে ২ ঘণ্টা

ঢাকা: পবিত্র হজ পালন শেষে ৬ সেপ্টেম্বর (বুধবার) থেকে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। প্রথম দিন ৪১৯ জন যাত্রী নিয়ে কিছুটা দেরিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানের ফ্লাইটটি।

বিমানে হাজার হাজার কিলোমিটার পাড়ি দিয়ে সৌদি আরব থেকে দেশে ফিরতে সময় লাগে ৬ ঘণ্টা। কিন্তু বিমানবন্দরে নেমে লাগেজ পেতে হাজিদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

অভিযোগ পাওয়া গেছে, বিমানবন্দরে নেমে হাজিদেরকে লাগেজ পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ২৮মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেও সকাল সাড়ে ১১টা পর্যন্ত বিজি-১২১৪ ফ্লাইটের ৫০ জনের বেশি যাত্রী লাগেজের অপেক্ষায় ছিলেন।

রেহেনা আক্তার (৩৫) নামের এক হাজি বাংলানিউজকে বলেন, আমরা সকাল সাড়ে ৯টায় নেমে বেলা সাড়ে ১১টায় লাগেজ পেয়েছি।

এদিকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত ৮ হাজার ৪১০ জন হাজি ঢাকায় পৌঁছেছেন। এদিন সকালেও সৌদি এয়ারলাইন্সের এসভি-০৮৪৮ এবং বিমানের বিজি- ১২১৪ ফ্লাইট দু’টি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।  

এছাড়া আগামী ২৪ ঘণ্টায় বিমানের একটি সিডিউল ফ্লাইটসহ মোট ৪টি ফ্লাইট হাজিদের নিয়ে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৭
এসআইজে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।