ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

১৪ সেপ্টেম্বর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
১৪ সেপ্টেম্বর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাজশাহী: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) একদিনের সরকারি সফরে রাজশাহী আসছেন বলে জানা গেছে।

রোববার (২৭ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ কাজী নিশাত রসুল স্বাক্ষরিত এক চিঠি সূত্রে রাজশাহী সফরের এ তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী ওই দিন প্রধানমন্ত্রী রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অংশ নেবেন এবং অভিবাদন গ্রহণ করবেন।

 

একইদিন রাজশাহীর পবা উপজেলার বরেন্দ্র বিশ্বিবিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্ততি নেওয়া হয়েছে।  

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন জানান, রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে ব্যাপক আয়োজন চলছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী সফরকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা আরও উজ্জীবিত হয়ে উঠেছেন বলেও জানান এই সংসদ সদস্য।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।