ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

হজযাত্রীদের সৌদি পাঠাতে অতিরিক্ত ফ্লাইট চলবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
হজযাত্রীদের সৌদি পাঠাতে অতিরিক্ত ফ্লাইট চলবে রাজধানীর আশকোনা হজক্যাম্পে হজযাত্রীদের ছবিটি তুলেছেন কাশেম হারুন।

ঢাকা: চলতি মাসের ২৮ আগস্ট (সোমবার) পর্যন্ত হজ ফ্লাইট চলবে জানিয়ে ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিএইচ হারুন বলেছেন, হজযাত্রীদের মধ্যে যারা এখনও সৌদি আরবে যেতে পারেননি, তাদের পাঠাতে যতগুলো অতিরিক্ত ফ্লাইটের প্রয়োজন তা চালানো হবে। 

শনিবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর আশকোনা হজক্যাম্পে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

তবে এ বিষয়ে বিমানের কাছে কোনো ধরনের তথ্য নেই বলে বাংলানিউজকে জানিয়েছেন সংস্থাটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ।

 

তিনি বলেন, এ বিষয়ে আমাদের কাছে সৌদি আরব কর্তৃপক্ষ কোনো তথ্য জানায়নি।  

এ পর্যন্ত ৩৩৭ টি ফ্লাইটে ১ লাখ ১৪ হাজার ৫৩৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭৫টি ছাড়াও সৌদি এয়ারলাইন্সের ১৬২টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন হজযাত্রীরা।  

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
এসআইজে/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।