ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে বন্যার্তদের মধ্যে পুলিশের ত্রাণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
জয়পুরহাটে বন্যার্তদের মধ্যে পুলিশের ত্রাণ বিতরণ জয়পুরহাটে বন্যার্তদের মধ্যে পুলিশের ত্রাণ বিতরণ

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ডালিম্বা, চকশ্যাম ও থিয়ট গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের মধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে নগদ টাকা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

বুধবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার পলাশতলী গ্রামে রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন বন্যার্তদের হাতে ত্রাণ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- জয়পুরহাটের পুলিশ সুপার রশীদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন, দোগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম প্রমুখ।

এতে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি এম খুরশীদ হোসেন বলেন-বন্যার্তদের সাহায্যে সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসা উচিত।  
   
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।