ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে থেমে থেমে চলছে যানবাহন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে থেমে থেমে চলছে যানবাহন। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে চারটি ট্রাক মেঘনা সেতুতে বিকল হয়ে যাওয়ার পর থেকেই যানবাহনের সারি দীর্ঘ হতে থাকে।

বুধবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে বিকল হয়ে যাওয়া ট্রাক সরাতে সক্ষম হলেও যানবাহনের দীর্ঘ লাইন কমেনি। সকাল থেকে মহাসড়কে ধীর গতি নিয়ে যানবাহন চলাচল করায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুর রহমান মজুমদার বাংলানিউজকে জানান, মঙ্গলবার রাতে মেঘনা সেতুতে চারটি পণ্যবাহী ট্রাক উঠতে গিয়ে বিকল হয়ে যায়। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়া অংশে সকাল থেকে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কিছুটা কমলেও থেমে থেমে চলছে যানবাহন।

এছাড়া ঈদকে সামনে রেখে এসব ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা শুরুর আগেই মালামাল আনা-নেয়া চলছে, এতে চাপ বৃদ্ধি পেয়েছে। মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটারব্যাপী ধীর গতিতে যানবাহন চলাচল করছে বলেও জানান তিনি।

ভুক্তভোগী যাত্রীরা বাংলানিউজকে জানান, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। ঈদের ছুটি শুরু হওয়ার আগেই গন্তব্য পৌঁছাতে বাড়তি সময় লাগায় বিপাকে পড়েছেন যাত্রীরা। ঘণ্টাব্যাপী অপেক্ষা করতে হচ্ছে অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও বাস চালকদের। এছাড়া ধারণ ক্ষমতার অধিক পণ্য নিয়ে সেতুতে উঠতে গিয়ে বিকল হয়ে প্রায়ই এ যানজটের সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।