ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না’গঞ্জে মাদক পাচারকালে আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
না’গঞ্জে মাদক পাচারকালে আটক ৩ না’গঞ্জে মাদক পাচারকালে আটক ৩

নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহসড়ক থেকে মাদক পাকারকারীর চক্রের তিন সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, একটি মটরসাইকেল ও ১২০ কেজি গাজাঁ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) মধ্যরাতে মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ঢাকা ১৫২ লালবাগ এলাকার আব্দুল কাদেরের ছেলে আবু সাঈদ (২৪), শরীয়তপুর জেলার গাজীপুর এলাকার সোবহানের ছেলে মনির হোসেন (৩২) ও ফরিদপুর জেলার বালীরচর এলাকার তোতা খানের ছেলে মিঠু (২৭)।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডাচ বাংলা ব্যাংকের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করার সময় ঢাকা মেট্রো গ-১২-৫৭২০ নম্বারের একটি প্রাইভেটকার থেকে ১২০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ সময় আটক করা হয় আবু সাঈদ ও মনির হোসেনকে। পরে তাদের পাহারা দিয়ে নিয়ে আসা ঢাকা মেট্রো ল- ১৭-০৭৩৯ নাম্বারের একটি মটরসাইকেলসহ মিঠুকে আটক করা হয়।

তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad