ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সন্ত্রাসের শিকার ২৪ জনের পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
সন্ত্রাসের শিকার ২৪ জনের পরিবারকে প্রধানমন্ত্রীর সহায়তা অনুদানের চেক তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ছবি: পিআইডি

ঢাকা: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সন্ত্রাসের শিকার ২৪ জনের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিএনপি ও জামায়াত-শিবিরের সন্ত্রাসীদের নৃশংসতায় ওই ২৪ জন ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।

বুধবার (২৩ আগস্ট) নিজ কার্যালয়ে তাদের হাতে এ অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

ক্ষতিগ্রস্তদের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যাদের দেখলেন তাদের ওপর দিয়ে অনেক অত্যাচার হয়েছে। পঙ্গু করে দেওয়া হয়েছে অনেককে।

তিনি বলেন, নির্বাচন ঠেকানোর নামে তারা (বিএনপি-জামায়াত) অনেক পরিবারকে আঘাত করেছে।

বিএনপি-জামায়াতের আন্দোলনের সময় নাশকতার শিকার ক্ষতিগ্রস্ত অনেককে পারিবারিক সঞ্চয়পত্র করে দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী।

যে হতাহতদের পরিবার প্রধানমন্ত্রীর সহায়তা পেয়েছেন, তারা হলেন- ইন্দুরকানী উপজেলার শ্রীমতি বিউটি রানী সীল, আকমান সরদার, বাবুল খান, ইদ্রিস আলী হাওলাদার, মনিরুজ্জামান মনির, কামরুজ্জামান সাওন তালুকদার, মোস্তফা কামাল হাওলাদার, আব্দুর রাজ্জাক মাতুব্বর, আবুল হোসেন আবু, তোবারেক আলী হাওলাদার, মোস্তাফিজুর রহমান, আবুল কাছেম খান, সেলিম হাওলাদার, বাদশা হাওলাদার, সাথী আকতার, ফারুক হোসেন হাওলাদার, মিজানুর রহমান খসরু খলিফা, শাহ আলম মল্লিক, রহিমা বেগম, জোসনা বেগম, এনায়েত হোসেন হাওলাদার, খোকন আকন, কামাল হোসেন টিপু, আলম হাওলাদার।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
এমইউএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।