ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধর্ষণ মামলায় সৎ বাবার যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
ধর্ষণ মামলায় সৎ বাবার যাবজ্জীবন

কুষ্টিয়া: কুষ্টিয়ায় নয় বছরের মেয়েকে ধর্ষণ করার অপরাধে সৎ বাবা মনিরুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (২৩ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।

মনিরুলের বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাজিতপুর দাড়ীয়ার মাঠ এলাকায়।

কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, লাকড়ি কুড়ানোর নাম করে ২০১৬ সালের ২৬ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে দাড়ীয়ার মাঠের একটি মেহগণি বাগানে নিয়ে সৎ মেয়েকে ধর্ষণ করেন মনিরুল। পরে রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে সেখানে ফেলে রেখে তিনি পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।  

তিনি আরো জানান, এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে বুধবার দুপুরে বিচারক এ রায় দেন। এ সময় আদালতের কাঠগড়ায় আসামি মনিরুল উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।