ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরগুনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
বরগুনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মতবিনিময় বরগুনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মতবিনিময়

বরগুনা: বরগুনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) সকাল ১১টায় আমতলী উপজেলা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন (এসজিপি এফ ডাব্লিউসি পিএসসি)।

এছাড়াও উপস্থিত ছিলেন- আনসার ও প্রতিরক্ষা বাহিনীর বরিশাল অঞ্চলের রেঞ্জ কমান্ডার মো. আমজাদ হোসেন, বরগুনার জেলা কমান্ডার মো. কামাল হোসেন, আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন বলেন, দুর্যোগ, সন্ত্রাস, নারী নির্যাতন ও দুর্ঘটনা মোকাবেলায় আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে জনগণের পাশে থেকে সেবামূলক কাজ করতে হবে। জাতির যেকোনো প্রয়োজনে এই বাহিনীকে প্রস্তুত থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।