ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢামেক থেকে হাজতি পালানোয় ৩ কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
ঢামেক থেকে হাজতি পালানোয় ৩ কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল  থেকে চিকিৎসাধীন অবস্থায় সুজন (২৬) নামের এক হাজতি পালানোর ঘটনায় তিন কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা  নিয়েছে জেল কর্তৃপক্ষ। 

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) এর সিনিয়র জেলসুপার জাহাঙ্গীর কবির জানান হাজতি সুজনের পাহারায় থাকা কারারক্ষী আলামিন ও সুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ও তাদের ইনচার্জ কারারক্ষী একলাস উদ্দিনের বিরুদ্ধে জেলকোড অনুযায়ী বিভাগীয় মামলা করা হয়েছে।

জেল সুপার জাহাঙ্গীর কবির আরও জানান আসামি সুজন ঢাকা জেলার ধামরাই থানার মাদক মামলার আসামি।

তার পায়ে সমস্যার কারণে তাকে মঙ্গলবার (আগস্ট ২২) দুপুরে ঢামেকের বার্ণ ইউনিটে চতুর্থ তলায় ভর্তি করা হয়। সেখান থেকে বুধবার (আগস্ট ২৩) ভোরের দিকে পালিয়ে যায় সুজন। পরে দুপুর বেলা ধামরাই থেকে তাকে আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
এজেডএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ